বলা হয়ে থাকে, বহু আগে থেকেই জাহাঙ্গীর মেহেরুন্নিসা এর প্রণয়াসক্ত ছিলেন এবং পরবর্তীতে মেহেরুন্নেসাকে পাবার জন্যই বাংলার সুবেদার পদ থেকে মানসিংহকে সরিয়ে জাহাঙ্গীর কুতুবুদ্দিন খাঁকে বহাল করেন। মেহেরুন্নেসা তখন শের আফগানের বৈধ বেগম। সুতরাং তাকে হত্যা করলেই নুরজাহানকে...