৬৩৮ সালের কোন এক সকাল। হয়তো বৃষ্টি ভেজা ছিল দিনটি। কে জানে, আকাশও বোধহয় ছিল মেঘাচ্ছন্ন। সম্ভবত, আবারো বৃষ্টি হবে হবে করছিলো মুখ ভার করা ধরণী। ইতিহাস এসব লিখে রাখে নি। কিন্তু লিখে রেখেছে, ১৪ বছরের এক কিশোরী এমনই এক সকালে চীন দেশের চ্যাং'আন (Chang'an) শহরের ট্যাং...