শাহনামা মহাকাব্য প্রাচীন পারস্য সভ্যতার কিংবদন্তী এবং ইতিহাসের মৌলিক সাহিত্য। যার কাহিনীগুলো যুগ যুগ ধরে মানুষের মুখে চর্চিত হয়েছে। ষাট হাজার শ্লোক বিশিষ্ট এই শাহনামা ইরানের জাতীয় মহাকাব্য রচনা করেন মহাকবি ফেরদৌসী। তিনি ৯৪০ সালে খোরাসানে জন্ম গ্রহন করে এবং ১০১৯ সালে...