"বেলা যে পড়িয়া এল, গায়ে লাগে হিম,আকাশে সাঁঝের তারা, উঠানে পিদিম।"কবি অচিন্ত্যকুমার সেনগুপ্তের কুটির কবিতা সেই অতীত স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়। প্রাচীনকালে আগুন ব্যবহারের মাধ্যমে বাতির প্রচলন হয়। তারপর ধীরে ধীরে কুপি বানাতে শেখে মানুষ। এতে জ্বালানি হিসেবে খনিজ তেল ও প্রাণীজ তেলের ব্যবহার করা হত।...