২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের এক সকাল; পুরান ঢাকার যানজট ঠেলে চিত্রকর গেভর্গ এনজা এবং ফাদার সেভাক যখন আর্মেনি গীর্জার সামনে এসে দাঁড়ালেন তখন ঘড়ির কাঁটা ১২টা ছুঁইছুই করছে। এ শহর গেভর্গের জন্য নতুন। ঢাকায় পৌঁছেই দেখেছেন শহরের মানুষ মেতে আছে বসন্ত উৎসবে। শহর জুড়ে যেন রঙের মেলা। আগের দিন ঢাকা...