ঊনবিংশ শতকের প্রথমার্ধে ফটোগ্ৰাফ নেয়া সম্ভব হয়। ফরাসি উদ্ভাবক জোসেফ নিসফোর নিপস ১৮২২ সালে পোপ সপ্তম পিসের একটি প্রতিকৃতি ফটোগ্রাফ নিতে সক্ষম হয়। যদিও এর একটি প্রতিলিপি করতে গিয়ে পরবর্তীতে নষ্ট হয়ে যায়। সুতরাং উনিশ শতকের ঐ সময়েই ফটোগ্রাফিতে কিছু জটিলতা ছিলো। প্রথম প্রথম একটি ছবি তুলতে...