বাংলার গাঙ্গেয় ব-দ্বীপ এই অঞ্চলের প্রতিটি জীবনে তার প্রভাব রেখেছে, ধর্মও তার ব্যতিক্রম নয়। জোয়ারের সময় অসংখ্য নদীর পলিমাটি ভেসে এসে জমিকে যেমন উর্বর করে দেয়, তেমনি বাংলার মন্দির-মসজিদের গায়ে পোড়ামাটির টেরাকোটা অলঙ্করণ নির্মাণে দিয়েছে অফুরান ঐশ্বর্য্য। যদিও বিষ্ণুপুরের মন্দিরের টেরাকোটারর আলোচনা...