ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলে ঢাকার একজন নব্য ধনী ব্যবসায়ী। সে সময় ঢাকার খানদানি পরিবারগুলো তেমন গুরুত্ব দিত না ঋষিকেশ দাসকে। সে কারণে ১৯৩১ সালে পুরান ঢাকার টিকাটুলিতে ঋষিকেশ দাস একটি বাগানবাড়ি তৈরী করেন। বাগানে প্রচুর গোলাপ ফুলের গাছ থাকায় এর নাম লোকের মুখে মুখে...