১৭৮২ সালের শেষের দিকের কথা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিযুক্ত ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে রংপুরের কৃষকরা ক্ষুব্ধ হয়ে উঠে। প্রথমে কৃষকরা দেবী সিংহের অন্যায়ের প্রতিবাদ করলেও পরবর্তীতে তা দ্রোহের রূপ নেয়। কাজিরহাট, কাকিনা, টেপা ও ফতেপুর চাকলা অঞ্চলের কৃষকরা বিদ্রোহ...