মেহেদী হাসান খান, Stay Curioussis

মেহেদী হাসান খান ১৮ বছর বয়সের মেহেদী হাসান খান ময়মনসিংহ মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে ভর্তি হলেন,কিন্তু পড়াশোনায় তার মন নাই! কিন্তু কেন? তিনি নাওয়া- খাওয়া, পড়াশোনা বাদ দিয়ে একটা ছোট্ট কম্পিউটার সম্বল করে বাংলা ভাষায় লেখার জন্য লড়াই শুরু করলেন। একটাই জেদ, বাংলা ভাষাকে সারা পৃথিবীর কাছে পৌঁছে দিতে হবে। সেই সময় কম্পিউটারে বাংলা লিখতে খুব অসুবিধা হতো। তিনি এমন একটা সফটওয়্যার চাচ্ছিলেন, যাতে করে ইংরেজি অক্ষরে টাইপ করেই বাংলা লেখা যাবে। শিক্ষকরা বলেছিলেন, তোমার মেডিকেল কলেজে পড়া ছেড়ে দেওয়া উচিত! ডাক্তারি পড়াটা ঠিকঠাক মতো করার জন্য বন্ধুরাও তাঁকে বুঝাতো, কিন্তু তিনি তাঁর সিদ্ধান্তে অনড়, কম্পিউটারে বাংলা ভাষাকে সহজভাবে লেখার জন্য তিনি সবকিছু ছাড়তে রাজি ছিলেন। বাঙালির নিজের ভাষার প্রতি টান কোন নতুন ঘটনা নয়, অতীতে বাংলা ভাষার জন্য এদেশের ছেলেরা প্রাণ পর্যন্ত দিয়েছেন, তার শরীরেও তো বাঙালির রক্ত! তাহলে তিনি পারবেন না কেন? এই একরোখা ভাব বহাল রেখে তিনি তার কাজ চালিয়ে গেলেন। না…, তিনি হেরে যাননি, হাজার রকমের অসুবিধা সত্ত্বেও তিনি ‘অভ্র’ আবিষ্কারের সাথে সাথে কৃতিত্বের সাথে ডাক্তারিও পাশ করেছেন। বিদেশীরা আজ তাদের ভাষাতেই লিখতে পারছে আমাদের বাংলা ভাষা। যেদিন তিনি তাঁর আবিষ্কার ‘অভ্র’ সফটওয়্যার…, বিশ্বের দরবারে হাজির করলেন…, দিনটি ছিলো ২০০৩ সালের ২৬শে মার্চ। এটি শুধু মেহেদীর জীবনে নয়, এটি লক্ষ লক্ষ বাঙ্গালির জীবনের একটি বিশেষ দিন। তিনি ইউনোকোড ও এএনএসআই সমর্থিত বাংলা লেখার বিনামূল্যের ও মুক্ত সফটওয়্যার অভ্র কী- বোর্ড তৈরি করলেন। অভ্র সম্পূর্ণভাবে ইউনিকোড উপযোগী, যা ইউনিকোড কনসোর্টিয়ামের সাহায্যে ২০০৩ সালের ১৪ই জুন স্বীকৃত হয়। আজ ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি দপ্তরেও ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে ‘ অভ্র কিপ্যাড’। তিনি তাঁর সফটওয়্যার প্রতিষ্ঠান ও ওমিক্রনল্যাব প্রতিষ্ঠা করেন। ওমিক্রমনল্যাব থেকে অভ্র উন্মুক্ত করা হয় ২০০৩ সালের ১৫ সেপ্টেম্বর। বাংলাদেশের নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র তৈরিতে অভ্র ব্যবহার করে। এটি আজ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালীদের সবচেয়ে পছন্দের বাংলা রাইটিং সফটওয়্যার। আজ বাঙ্গালীর কম্পিউটার, ল্যাপটপ খুললেই স্ক্রীনে একটি শ্লোগান ভেসে উঠে, ‘ভাষা হোক উন্মুক্ত’। এটি ডাক্তার মেহেদী খানের তৈরি করা শ্লোগান। তাঁর স্বপ্ন ছিলো, ভাষাকে উন্মুক্ত করতে হবে সবার জন্য, বেঁধে রাখা যাবে না জটিলতার নাগপাশে। ৩৫ বছর বয়সি এই প্রচার বিমুখ বিনয়ী তরুণটি বাংলা ভাষার জন্য এতো বড় একটা অবদান রাখলেও রয়ে গেলেন প্রচারের বাইরে। ২০১১ সালে তথ্যপ্রযুক্তি শিল্পে বিশেষ অবদানের জন্য তাঁকে বেসিস পুরস্কার দেয়া হয়।

উর্বশি-পুরুরবাঃ স্বর্গের অপ্সরী ও মর্ত্যের মানুষের ভালোবাসার গল্প

ভারতীয় পুরাণের এক অমূল্য নিদর্শন হচ্ছে মহাভারত। প্রাচীন ও সুবিশাল এই মহাকাব্যটিকে গন্য করা হয় পৃথিবীর প্রাচীন চার বিখ্যাত মহাকাব্যের একটি হিসেবে। এই বিশাল  কাহিনি-কাব্যের পাতায় পাতায় আছে রাজনীতি, কূটনীতি, দর্শন, যুদ্ধ,ভালোবাসা, রাজাদের বীরত্বগাঁথা ইত্যাদি। বলা হয় যা...

নীল পূজার লোককাহিনী: নীলের ঘরে দিলাম বাতি

'নীলের ঘরে দিলাম বাতি      সাক্ষী থেকো মা ভগবতী।' বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বছরজুড়ে উৎসবের শেষ নেই। আর গ্রামবাংলার লৌকিক উৎসব আর পার্বণ তো অগণ্য। বাঙালি হিন্দুদের তেমনি এক পার্বণ হলো নীলের পূজা। কালের চক্রে শহুরে হিন্দুসমাজে তেমন একটা প্রচলন আজকাল না থাকলেও...

কর্ণ, ভীষ্ম সংবাদ

রাত্রি দ্বিপ্রহর। চারিদিক নিস্তব্ধ, ভয়ংকর নিরবতায় আচ্ছন্ন। দূরথেকে কয়েকটা কুকুরের ডাক ভেসে আসছে। কুরুক্ষেত্রের বিশাল প্রান্তর এখন যেনো এক বিরান মরুভূমিতে পরিনত হয়েছে। হঠাৎ কৌরব শিবিরের একটি তাঁবু থেকে দীর্ঘকায়, সুঠামদেহী একটি ছায়ামূর্তি বের হয়ে এলো। পাহারারত প্রহরীরা...

ভয়ংকর শরভ অবতার

ভারতীয় পুরাণে উল্লিখিত দেবতা বিষ্ণুর দশ অবতারের কথা সর্বজনবিদিত। ধরায় যখন পাপাচার অনেক বেড়ে যায় তখন শিষ্ঠের পালন ও দুষ্টের দমনে  বিষ্ণু অবতার রূপ ধারন করেন।  কিন্তু পুরাণের আরেক প্রভাবশালী দেবতা মহাদেব শিবেরও বেশ কিছু অবতারের ব্যাপারে জানা যায়, তার মধ্যে উল্লেখযোগ্য...

সত্যবতী ও বেদব্যাস

কৃষ্ণদৈপায়ন ব্যাসের রচিত মহাভারত এক অত্যাশ্চর্য এবং প্রাচীন ভারতীয় সাহিত্যের সর্ব বৃহৎ গ্রন্থ। শাস্ত্র বিশেষজ্ঞ বলে থাকেন কুরুক্ষেত্র যুদ্ধের কালসীমা খ্রী. পূ. ৩০০০ অব্দের আশপাশে (যদিও মতান্তর আছে)। তার কিছুকাল পর মহাভারত রচিত হয়। মহাভারত গল্প যেকোনো আধুনিক গল্পের...

ঢাকার হারিয়ে যাওয়া সংগ্রহশালা- বলধা জাদুঘর

১৯২৫ সালের ঢাকা; ফুলবাড়িয়া রেলস্টেশন থেকে বেরিয়ে রেললাইন ধরে নারায়ণগঞ্জের দিকে কিছুদূর এগুলে উয়ারি। উয়ারির শেষ সীমানায় এক সরু রাস্তা চলে দিয়েছে নারিন্দার দিকে। সরু সেই রাস্তার একপাশে বহু পুরাতন খ্রিস্টান কবরখানা আর তার বিপরীতে উঁচু পাচিলঘেরা কম্পাউন্ডের ভেতর দোতলা...

সুন্দরবন ধ্বংসের ইতিবৃত্ত

ব্রাজিলের চিরসবুজ বিস্তৃত এমাজন (Amazon Rainforest) গহীন বনাঞ্চলকে বলা হয় বিশ্বের ফুসফুস, তেমনি সুন্দরবনও বাংলাদেশের শ্বাস-প্রশ্বাসের এক অঙ্গ। এই ঘন বনাঞ্চল বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগেরও এক প্রতিরোধ। সুন্দরবনকে ঘিরে আশেপাশের জনপদে ছড়িয়ে আছে অনেক পৌরাণিক কাহিনী। এমনি...

ঢাকার এক বিস্মৃত চিকিৎসক

দিনটি ছিল ১৫ই নভেম্বর ১৮৬৪ সাল, মঙ্গলবার। সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই। নারিন্দার খ্রিস্টান কবরস্থানের দীর্ঘ ঘাসের ঝোপে অবশ্য তখনই অন্ধকার নেমে এসেছে। সন্ধ্যা হলে এই এলাকায় সহজে কেউ পা বাড়ায় না। কিন্তু সেদিন পুরো এলাকা লোকে লোকারণ্য- আছে ইংরেজ, আরমেনিয়, দেশী সব...

ঢাকার ঐতিহাসিক তারা মসজিদ

পূর্বকথাঃ উনিশ শতকের মাঝামাঝি সময়ের কথা। আরমানিটোলার মহল্লা আলে আবু সাঈদে তখন এক প্রভাবশালী জমিদারের বাস, নাম- মীর্জা গোলাম পীর। দাদা মীর আবু সাঈদ  ইস্ট ইন্ডিয়া কোম্পানির রমরমা যুগে তুরস্ক থেকে এসে ঢাকায় থিতু হয়েছিলেন। মীর্জা গোলাম পীরের আরেক নাম মীর্জা আহমেদ জান। তবে...

স্বাধীনতার প্রথম প্রহর- রবার্ট ক্যায়লরের চোখে

২৫শে মার্চ, ১৯৭১। সারাদিনই তুমুল উত্তেজনা চলেছে। সবাই জেনে গেছে মুজিব-ভুট্টো-ইয়াহিয়ার আলোচনা ভেস্তে গেছে। সন্ধ্যায় ইয়াহিয়ার ভাষণ দেয়ার কথা ছিল। কিন্তু শোনা গেলো বিকেল বেলায় তিনি তড়িঘড়ি করে ঢাকা ত্যাগ করেছেন। পুরো শহরের অবস্থা থমথমে। শহরের জায়গায় জায়গায় গাছের গুঁড়ি আর...