সপ্তম শতকে উত্তর আফ্রিকায় ইসলামের বিজয়ের পর নতুন এই ধর্মটি পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশজুড়ে ছড়িয়ে পড়তে থাকে। আর ইসলামের এই প্রসার হয় আরব বণিক, বুদ্ধিজীবী ও মুসলিম মিশনারীদের হাত ধরে। এসময় আফ্রিকার শাসকগণ আরবদের এই ইসলাম প্রসারে কোন ধরণের বাধা প্রদান করেননি। নতুন এই ধর্মের প্রতি হয় তারা সহিষ্ণুতা...