পিকু, পিঙ্কির দুজনের মারাত্মক রাগ হয়েছে। দাদু এতদিন গল্প শোনায় নি বলে। দাদু আজ নিজেই ওদের রুমে এসেছে চকোলেট নিয়ে। দাদু: এই যে দেখো তোমাদের জন্য চকোলেট এনেছি।পিকু: দাদাই তোমার সাথে কাট্টি। চকোলেট নেবোই না।পিঙ্কি: হ্যাঁ দাদাই। তুমি প্রমিজ করেছিলে, সব গল্পটা বলবে।দাদু: দিদিভাই জানোই তো শরীরটা ভালো...