নাম লোহাগড় মঠ কেন জানো ? তাই বলা হবে আজ l লোহ এবং গহড় দুই ভাই l পাগলাটে স্বভাবের দুই জমিদার ভাইয়ের গল্পের শেষ নাই l চাদঁপুরের জমিদার তারা l সত্য মিথ্যা জানি না তবে লোক মুখে শোনা একবার এক বৃটিশ ঘোড়া নিয়ে প্রাসাদের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন, ‘কেমন জমিদার এরা! রাস্তাগুলো এত খারাপ।...