এখন প্রতি বছরই এপ্রিল মাস আসলেই একটা গল্প দেখি। সেটা হচ্ছে,স্পেনে মুসলিম শাসনের অবসানের পর, রাজা ফার্ডিনেন্দেজ ও রাণী ইসেবেলার সৈন্যরা ফরমান জারী করে যে যারা মসজিদে অবস্থান করবে তাদের সাথে ভাল ব্যবহার করা হবে। বাস্তবে তা হয়নি। তারা মসজিদে তালা মেরে আগুন দিয়ে সব্বাইকে পুড়িয়ে মারে। সেটা ছিল এপ্রিলের...