ছেলেবেলায় আমরা প্রায় সবাই-ই দাদী বা নানীর কাছে বিভিন্ন গল্প ও কাহিনী শুনে বড় হয়েছি। অধিকাংশ গল্পগুলোতেই দুটি প্রতিযোগী জীবের ব্যাপারে উল্লেখ থাকতো, যাদের মাঝে একজন বিজয়ী হতো, আর অপর জন প্রতিযোগিতায় হেরে যেতো। বাঘ-সিংহের লড়াই, ইঁদুর-বিড়ালের লড়াই, খরগোশ-কচ্ছপের প্রতিযোগিতা, সাপ-বেজির লড়াই ইত্যাদি...