সাহিত্য হল সমাজের দর্পণ। আর কবিতা হল তার মুখপাত্র। তাই তো সমকালীন সামাজিকতা, প্রতিকূলতা, জাতির চেতনা, সংগ্রাম, আনন্দ-বেদনার প্রকাশ ঘটে কবিতার মধ্যে। এর যথার্থ প্রতিফলন আমরা খুঁজে পাই সুকান্ত রচনাবলীতে। কবি নিজের পরিচয় দেন : "আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি, মৃত্যুর সুস্পষ্ট...