সভ্যতার সমৃদ্ধির পেছনে মানবজাতির অপরিসীম মেধা আর শ্রম পৃথিবীর ইতিহাসে চিরঞ্জীব থাকবে। সেই আদিম যুগ হয়ে নানা ঝড় ঝঞ্জাট পেরিয়ে আধুনিক এক সমৃদ্ধ সভ্যতার ভিত্তি গড়ে তুলা হয়েছে। সভ্যতা বিনির্মানে লেখা হয়েছে অনেক ত্যাগের ইতিহাস। কিংবদন্তির গল্পের মত হারিয়ে গেছে ইতিহাসের অনেক মহানায়ক। মানবজাতির এই...