পনেরো শতক জুড়ে ইউরোপীয় দেশগুলো নতুন ভূখণ্ড আবিষ্কারের জন্য প্রতিযোগিতায় নেমে পড়ে। আর সব ইউরোপীয় শক্তিরই দৃষ্টি ছিল প্রাচ্যের দিকে। পৃথিবীর পূর্বদিকের এই অঞ্চলের লোভনীয় মসলার কথা জানতে পেরেছিল ইউরোপীয়রা। আর এই মসলা বাণিজ্যের অংশীদার হতে পশ্চিম হয়ে পূর্বে একটি জলপথ আবিষ্কার করা অবশ্যম্ভাবী হয়ে...




































