গণহত্যা বা জাতিনিধনের কথা আসলেই প্রথমে যে বিষয়টি আমাদের চোখের সামনে চলে আসে সেটি হল জার্মানির হিটলার ও তার ইহুদী নিধনের কুখ্যাত হলোকাস্ট গণহত্যার কলঙ্কজনক অধ্যায়ের কথা। যেখানে হত্যা করা হয়েছিল ৬০ লক্ষ ইহুদিকে। তবে জার্মানির আরও একটি কালো ইতিহাস রয়েছে যেটি করা হয়েছিল হিটলারেরও আগে। এডলফ হিটলার...