একটি প্রবেশপথ। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। দুটো কুকুর দাঁড়িয়ে আছে প্রবেশপথটির সামনে। শেকল দিয়ে ভালো করে বাঁধা হচ্ছে তাদেরকে। শেকলের একটি প্রান্ত রেখে দেয়া হচ্ছে বাইরে, যেনো হারিয়ে যাবার আগেই বের করে ফেলা যায় তাদেরকে। শেকলবাঁধা কুকুরগুলোকে ঠেলে দেয়া হচ্ছে ভেতরের দিকে। আস্তে আস্তে তারা মিলিয়ে গেলো ভেতরের...