১৯১০ সালে জাপানের সাম্রাজ্যবাদী সৈন্যদের হাতে কোরিয়া উপদ্বীপের জসন সাম্রাজ্যের যবনিকাপাত হয়। অর্থাৎ কোরিয়া জাপানের দখলে চলে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের আগ পর্যন্ত কোরিয়া জাপানের অধীনে শাসিত হতে থাকে। এতদ্বসময় ধরে কোরিয়ানদের উপর জাপানিদের আগ্রাসন চলতে থাকে নানান ভাবে। কোরিয়ানদের...