অতীতে ইউরোপের অভিজাত বংশাবলী সারা ইউরোপে ছড়িয়ে ছিল। তাদের সম্বন্ধে লোক ঐতিহ্যে অতিমানবিক-অপ্রাকৃত বহু গল্প নানা শাখা প্রশাখায় সমগ্র ইউরোপ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে । সেই সব গল্প কাহিনীর কিছু কিছু কালের প্রবাহে আজও বিলীন হয়ে যায়নি। প্রচলিত সেইসব গল্পকথা আজও এদিকে সেদিকে এখানে সেখানে কিছু কিছু শোনা যায়।...