প্রথম মহাযুদ্ধের সময়ে মন্স্ এ একমাস ধরে তুমুল যুদ্ধ চলে। এই যুদ্ধের ঠিক পর পরই লন্ডনের ‘ইভনিং নিউজ’ পত্রিকায় একটি সংবাদ পরিবেশিত হল। এই সংবাদ সমগ্র দেশবাসীর মনে এক অদ্ভুত অনুভূতির সঞ্চার করলো। আজ অবধিও মানুষ কিন্তু এই সংবাদের সঠিক জবাব খুঁজে পায়নি। অয়েল্স্এ জন্মগ্রহণকারী সাংবাদিক এবং...