সুন্দরবনের প্রাণী. Image Source: Google

বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে প্রকৃতির অপার সম্ভার বিশাল এক বন- সুন্দরবন। পৃথিবীর সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ ফরেস্ট এর ১০ হাজার বর্গ কিলোমিটারের মধ্যে ৬ হাজার ১৭ বর্গ কিলোমিটার অংশ হচ্ছে বাংলাদেশের আর বাকি ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে অবস্থিত। জানা যায় মোগল আমলে এর আয়তন ছিল বর্তমান এর দ্বিগুণ। সুন্দরবনের জলচর স্থলচর ও খেচর জাতীয় বন্যপ্রাণীর বাস। সুন্দরবনের সবচেয়ে বড় আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও আছে হরিণ, বানর, বুনো শিয়াল, নানা জাতের সাপ, বনবিড়াল, হাঙ্গর, কুমির, ডলফিন, ভোঁদরসহ নানা প্রজাতির পাখি। এক সময় এ বনে এমন অনেক প্রানী ছিল যা এখন আর দেখা যায় না। তাদের মধ্যে উল্লেখযোগ্য গন্ডার, হাতি, চিতাবাঘ, ওলবাঘ ইত্যাদি একেবারেই বিলুপ্ত। বর্তমানে বিপন্নপ্রায় প্রাণীর সারিতে রয়েছে গোলাপি ডলফিন, কুমির, রয়েল বেঙ্গল টাইগার, শকুন, হাঙ্গর। আমাদের অসচেতনতার কারণে এগুলোও হয়তো একেবারে বিলুপ্ত হয়ে যাবে অদূর ভবিষ্যতে। পশুপাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। একটু লক্ষ্য করলে দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী ও বৃক্ষলতা বলতে কিছুই নেই। প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে এদের জীবন বিপন্ন হয়। এদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে সরকারসহ সচেতন নাগরিক হিসাবে আমাদেরও এগিয়ে আসতে হবে।

Stay Curious SiS team