কলম্বিয়ায় ককা উপত্যকার একটি আখের ক্ষেত। একজন কৃষক তার ট্রাক্টরটি নিয়ে কাজ শুরু করলেন। হঠাৎ করেই বিকট এক শব্দ। তাকিয়ে দেখলেন, ট্রাক্টরের নিচে কিছু একটা আটকে গিয়েছে। নিচে নেমে যা দেখলেন, তাতে চক্ষু চড়কগাছ হয়ে গেলো তার। ট্রাক্টরের নিচে প্রায় চার টনের আস্ত এক মুখোশ! কৃষিজীবী লোকটি সেদিন পাওয়া...