চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ভারত উপমহাদেশের মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনি গ্রীকদের কাছে স্যান্ড্রোকোটাস নামে পরিচিত। তিনি ৩৪০ খিস্টপূর্বে জন্মগ্রহণ। এই বংশটির নাম এসেছে তার মা মুরার থেকে। আবার কেউ কেউ বলেন, মৌর্য কথাটি এসেছে ময়ূর থেকে। মৌর্য বংশ আসলে শাক্য বংশের একটি শাখা। যে শাক্য বংশে গৌতম বুদ্ধ...