খ্রিস্টপূর্ব ৩য় শতক। গোধূলিবেলার অর্ধঅস্তমিত সূর্যের আলোটুকু জানান দেয় ব্যস্তময় দিনের পরিসমাপ্তির। এবার বিশ্রাম নেবার পালা। আবছা আলোকিত আকাশের নিচে প্রশান্ত মন নিয়ে ঘরে ফেরে পাখিরা। আর মথুরাবাসীরা ব্যস্ত দিনের শেষে সেই গোধূলিতে অস্থির, ক্লান্ত মন নিয়ে প্রশান্তির খোঁজে রওয়ানা হয় আমোদে পূর্ণ...