গভীর রাত। রাজ্যের সবাই গভীর ঘুমে। ঝিঁঝিঁ পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। গভীর রাতের এই নিঃস্তব্ধতাকে ছাপিয়ে প্রাসাদের কোনো এক কোণ থেকে ভেসে আসছে একটি শব্দ, ডুকরে কেঁদে ওঠার শব্দ। তাহলে কি প্রাসাদের জাঁকজমকেও লুকিয়ে থাকে আবেগের তীক্ষ্ণ অনুভূতিগুলো? রাত কতো গভীর হয়েছে তা এক বিন্দু টের পায় নি...



































