গৌতম বুদ্ধ, নাম শুনলে চোখে ভেসে আসে এক সৌম্যদর্শন ধ্যানী সন্ন্যাসীর চেহারা। যিনি শান্ত ও গম্ভীরভাবে বসে গভীর ধ্যানে মগ্ন রয়েছে। মুখে হালকা স্মিতহাস্যের আভাস। হ্যাঁ, সেই সিদ্ধার্থ গৌতম, সেই ঐতিহাসিক চরিত্র, যিনি প্রায় ২৫০০ বছরেরও আগে এই ভারতীয় উপমহাদেশে বিচরণ করেছেন। যিনি মগধের রাজা বিম্বিসার ও...