যদি এ যুগের মুসলিম যুবকদের জিজ্ঞেস করা হয় হাইরেদ্দীন বারবারোসা কথা। তাহলে দেখা যাবে আমরা অধিকাংশই তাকে চিনি না। যারা চিনি তারাও হয়তো এটুকুই জানি তিনি ছিলেন লাল দাড়িওয়ালা একজন জলদস্যু, ভূমধ্যসাগরে মদ্যপ হয়ে লুটতরাজ করে বেড়াতেন। আফসোস ইসলামের এই বীর সেনাপতি সম্পর্কে এমন চিত্রই অঙ্কন করা হয়েছে...