মুঘল ও ডেকান কলমের শিল্পীদের আঁকা বিভিন্ন ছবি থেকে ডাচ শিল্পী রেমব্রান্ট হার্মেন্সজ (১৬০৬-৬৯) মুঘল ও দক্ষিণভারতের মুসলিম শাসক ছাড়াও তাঁদের পরিবারের সদস্যদের পঁচিশটি ছবি এঁকেছিলেন। যা ছিল মূল ছবির প্রোটোটাইপ, আবার অন্যমতে তা ছিল শিল্পীর সৃজনশীল প্রতিলিপি। বর্তমানে তাঁর আঁকা ওইসব ছবির মধ্যে মাত্র...