ভারতের কনৌজের ভট্টাচার্য পরিবার তীর্থ করার জন্য কাশীর উদ্দেশে যাত্রা করেন। ভট্টাচার্যের স্ত্রী ছিলেন সন্তান সম্ভবা। পথের মধ্যে এক বনের ভেতর তার স্ত্রী পুত্রসন্তান প্রসব করেন। তীর্থের উদ্দেশে বের হয়েছেন বলে, সন্তানের চেয়ে ধর্মকে বড় করে দেখলেন তারা। বনের মধ্যে নবজাতক...