মিসৌরীর সেন্ট লুইতে মিসেস জে, এইচ কিউরান নামে এক ভদ্র মহিলা বাস করতেন। পাণ্ডিত্য বলতে তার কিছুই ছিলনা। ইতিহাস সম্বন্ধেও তার বিন্দু মাত্র জ্ঞান ছিলনা সামান্য বই পড়ার আগ্রহ ছাড়া অন্য কোন বিষয়ে মনোযোগ দিতেও তাকে কেউ দেখেনি কোনদিন ।ভাষার ইতিবৃত্ত সম্বন্ধে তো জ্ঞান থাকবার কথাই নয়। কিন্তু বিধাতার কি...